রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

করলার ক্ষেতে প্রাকৃতিক বজ্রপাতে প্রাণ গেল ২ বিয়াইয়ের !

করলার ক্ষেতে প্রাকৃতিক বজ্রপাতে প্রাণ গেল ২ বিয়াইয়ের !

স্টাফ রিপোটার : বিরামপুরের পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় করলার ক্ষেতে রাজা মিয়া ও শাহাজাহান আলী নামের দুই বিয়াই এর বজ্রপাতে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১০অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে করলার ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।
নিহতরা হলেন,মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামের জনাব আলীর ছেলে মো: রাজা মিয়া(৪৬) এবং তার বিয়াই ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের ইলিম উদ্দিনের ছেলে শাহাজান আলী(৪৫)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল ওয়াদুদ জানান, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। কারো আপত্তি না থাকায় উভয়ের মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিহত রাজা মিয়ার ছেলে রায়হান কবির জানান, বাড়িতে বেড়াতে আসা শ্বশুড় শাহাজাহানকে তার বাবা বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে মাঠে করলার ক্ষেত দেখতে যান। সন্ধার পর হঠাৎ বৃষ্টি নামলে করলা ক্ষেতের পাশে স্যালো মেসিনের টিনের নিচে আশ্রয় নেন।পরে বিকট শব্দে মাঠে বজ্রপাত ঘটলে তারা সেখানেই মৃত্যু বরণ করেন।

৮৬৭ Views
CATEGORIES
Share This

COMMENTS