বিরামপুরে সড়ক দু:ঘটনায় নিহত ১, আহত-২

স্টাফ রিপোটার : দিনাজপুরের বিরামপুরে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় ভ্যান আরোহী জহুরুল ইসলাম এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুঘটনায় ২ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার (কুচামোড়) বাবনাহারে মড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত জহুরুল ইসলামের বাড়ি বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামে, সে আবুল হোসেনের ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সড়ক আ্মইনে মলার হয়েছে।
১৯৮ Views