রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক প্রথম আলোয় ” খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির লাভের টাকা বিএনপির সভাপতির পকেটে” শিরোনামে সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মলেন করছে বিএনপির সভাপতি

দৈনিক প্রথম আলোয় ” খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির লাভের টাকা বিএনপির সভাপতির পকেটে” শিরোনামে সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মলেন করছে বিএনপির সভাপতি

স্টাফ রিপোটার :  প্রথম আলোয় ৬ অক্টোবর অনলাইন ভার্সনে ” খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির লাভের টাকা বিএনপির সভাপতির পকেটে” শিরোনামের সংবাদটির প্রতিবাদ জানিয়ে ৯ অক্টোবর সকাল ১১ টায় বিরামপুরে বিএনপি’র দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন উপজেলা বিএনপির সভাপতি  মিয়া মো: শফিকুল আলম মামুন।  একই সময় জেলা বিএনপির আরেকটি অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী সংগঠনের প্রতিনিধিত্ব কারায় তিনি অংশ নিতে পারেননি, জানিয়েছেন সভাপতি মিয়া মো: শফিকুল আলম মামুন।

বিরামপুর  উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত  সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে সাংবাদিকদের সাথে কখা বলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতিদ্বয় অধ্যাপক দবিরুল ইসলাম ও ১ মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নুরে আলম নুরা, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের  সদস্য সচিব এ্যাডভোকেট শিরণ আলম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা,জোতবানী ইউপি চেয়ারম্যান আ: রাজ্জাক মন্ডল, দিওড় ইউনিয়ন বিএনপি সভাপতি শেলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ।

উপজেলা যুবদলের  সদস্য সচিব এ্যাডভোকেট শিরণ আলম, জানান উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক, আহবায়ক-সদস্যসচিবগন অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলো

 

৮৬৯ Views
CATEGORIES
Share This