শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (নোয়াখালী): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
গতকাল রোববার রাত ১০টায় জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান ও নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পানিতে প্রকট লবণাক্ততার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যে  ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরেন। উপাচার্য এলাকায় লবণাক্ততা দূরীকরণে উপদেষ্টার অধীন মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। পাশাপাশি নোবিপ্রবিতে পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তুলতে সরকারের সহযোগিতা চান।
এ সময় উপদেষ্টা নোবিপ্রবির পানিতে লবণাক্ততা দূরীকরণ ও পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তুলতে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

১৯৮ Views
CATEGORIES
Share This

COMMENTS