শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের

বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে বল হাতে দাপট দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বোলিং নৈপুন্যে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিক ভারত। ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন হাসান।
এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ১৪ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার যশ^সী জয়সওয়াল ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে প্রথম বলে হাসানের অফ-স্টাম্পের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দেন ১টি চারে ১৯ বলে ৬ রান করা রোহিত।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ৮ বল খেলা শুভমান গিল। হাসানের লেগ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন গিল।
গিলের বিদায়ে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি ভারতের বিরাট কোহলি। হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ৬ বলে ৬ রান করে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়ে বিদায় নেন কাহলি।
হাসানের পেস তোপে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত।
এ অবস্থায় শক্ত হাতে হাল ধরেন ওপেনার জয়সওয়াল ও ২১ মাস পর টেস্ট খেলতে নামা ঋসভ পান্ত। ৮৩ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। ৬টি চারে জয়সওয়াল ৩৭ এবং ৫টি বাউন্ডারিতে পান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।

২৩৯ Views
CATEGORIES
Share This

COMMENTS