রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএসের আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দৌলতুজ্জমান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএসের আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না থাকায় পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল কর্মকর্তার সম্প্রতি তোলা ছবি (সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তোলা ছবি), পদায়ন, পদোন্নতি, শিক্ষা-সংশি¬ষ্ট তথ্যাদিসহ চাকরি-সংক্রান্ত সকল তথ্যাদি হালনাগাদ করতে হবে। এসব তথ্যাদি কর্মকর্তার পদোন্নতি এবং পদায়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নির্ধারিত তারিখের মধ্যে হালনাগাদ কার্যক্রম কর্মকর্তাদেরকে নিজ নিজ পক্ষ থেকে সম্পন্ন নিশ্চিত করতে হবে

২১৮ Views
CATEGORIES
Share This

COMMENTS