সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত এক সভায় জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিমের সভাপতিত্বে সম্প্রতি জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানগণ অংশগ্রহণ করেন এবং  তারা নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
সংসদ  ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে স্ব স্ব অনুবিভাগের প্রধানের কাছে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারকরণ এবং উপরোক্ত এলাকার ভাঙ্গা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৩টি কমিটি গঠিত হয়। এই কমিটিসমূহকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

২৯০ Views
CATEGORIES
Share This

COMMENTS