রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ সহযোগীদের বিরুদ্ধে নাশকতার মামলা

বিরামপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ সহযোগীদের বিরুদ্ধে নাশকতার মামলা

স্টাফ রিপোটার :  দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকসহ ১৩৩ জন নামীয় ও অজ্ঞাত ৫০০/৬০০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে বিরামপুর থানায়। ৯ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছেন বিরামপুর থানার দক্ষিণ মুকুন্দপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র মো: গোলাপ।
বাদী এজাহারে উল্লেখ করেছেন গত ৫ই আগস্ট দিনাজপুরের বিরামপুরে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে বিরামপুর শহরের ঢাকা মোড় গোল চত্তরে সাবেক এমপি শিবলী সাদিকের নিদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিরস্ত্র ছাত্র জনতার উপর শাট গান এর গুলি ছোড়ে। গুলিতে বিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রনেতা বাদশা মো: নাজ্জাশী সহ ৪ জন ছাত্রনেতা গুলিবিদ্ধ হয়। শত শত ছাত্র জনতা গুরুতর আহত হন। ছাত্র-জনতার মিছিল পন্ড করার লক্ষ্যেই আওয়ামীলীগের সন্ত্রাসীরা ৪-টি মোটরসাইকেল, ৫ ইজিবাইক পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। লুটপাট চালানো হয়, এতে ৩২ লক্ষ টাকার মালামাল লুট করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা।
মামলার আসামীরা হলেন- দিনাজপুর- ৬ সাবেক এমপি শিবলী সাদিক, বিরামপুর পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল ও সাইফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মিসবা, যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক বকুল হোসেনসহ নামীয় ১৩৩ জন নেতাকর্মী সহ অজ্ঞাত আরো ৫/ ৬ শ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছে ( মামলা নং ৪ তারিখ ৯/৯/ ২০২৪ইং)।
এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান , আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।

৪৯১ Views
CATEGORIES
Share This

COMMENTS