বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন
মোঃ ইব্রাহীম মিঞা, স্টাফ রিপোটার : স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় বিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনার্থে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ হতে একটি র্যালি বের করে। র্যালিটি কলাবাগান, ঢাকা মোড়, নুতন বাজার এলাকা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
এসময় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী,তম্ময়,সাদমান ফেরদৌস,বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক মুশফিকুর রহমান লিটন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,বিরামপুর সরকারি কলেজের সাবেক ভিপি কমর সেলিম। এছাড়াও ‘শহীদি মার্চ’ পালনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার,রিফাত,রিয়াজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিশেষে কবুতর অবমুক্ত করনের মাধ্যমে ‘শহীদি মার্চ ‘কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করেন বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ।
৬৭৬ Views