বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে বাংলাদেশের জয়ের পর প্রধান উপদেষ্টা শান্তকে ফোন করে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের  নিয়ে গর্বিত।’
প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, সফরের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
আজ দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

৫৮ Views
CATEGORIES
Share This

COMMENTS