রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি জলাশয়ে গ্রামবাসীর পোনামাছ অবমুক্তকরণ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি জলাশয়ে গ্রামবাসীর পোনামাছ অবমুক্তকরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনারুল হক, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক এমএস সাহেদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের
যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত, পৌর যুব দলের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন, সুমন সরকার, নতিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জীবন রায়, দয়াল চন্দ্র, স্বপন কুমার, সালাম, সাদ্দাম হোসেন,মিদুল হোসেন। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে গ্রামের ২ শতাধিক নারীপুরুষ উপস্থিত ছিলেন।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে মোঃ আনারুল হক বলেন, সরকারি এই জলাশয়টি দীর্ঘ ১৫ বছর ধরে জোর পূর্বক আওয়ামীলীগের লোকজন দখল করে রেখে মাছ চাষ করছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা এলাকাবাসীর সহযোগীতায় জলাশয়টি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছি এবং পোনামাছ ছেড়েছি।

২৮০ Views
CATEGORIES
Share This

COMMENTS