রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: গাজার একটি স্কুলে পুলিশের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা স্কুলে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘গাজা শহরের সাফাদ স্কুলে রবিবার ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক কিশোরীসহ ১১ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’
অপর দিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইএএফ হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আগে সাফাদ স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটির ভেতরে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালিয়ে আসছিল।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজার ৭৩৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
জাতিসংঘের হিসাব মতে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

১৯৫ Views
CATEGORIES
Share This

COMMENTS