বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ক কমিটি গঠন

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ক কমিটি গঠন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি  কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.  মোখলেস উর রহমান তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান।
কমিটির আহবায়ক করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবকে এবং সদস্য সচিব হিসেবে কাজ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত উইং প্রধান।
এছাড়াও কমিটির সদস্যরা হলেন, জাতীয় রাজস্য বোর্ড (এন বি আর) প্রতিনিধি,  অর্থ বিভাগের প্রতিনিধি ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ( সি এন্ড এ জি)’র প্রতিনিধি।
সিনিয়র সচিব বলেন, এ কমিটি সম্পদ বিবরণীর একটি সার্বজনীন ফরম তৈরি করবে। আগামী পনের দিনের মধ্যে ফরমটি চূড়ান্ত করা হবে। কিভাবে বিবরণী দাখিল করতে হবে সে বিষয়েও সরকারের সিদ্ধান্ত এ সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে।
এ বিবরণী সকল পর্যায়ের কর্মচারীকে জমা দিতে হবে জানিয়ে  মোখলেস উর রহমান বলেন, এর ফলে সম্পদ বিবরণী একটা বার্তা যাবে। যাতে দুর্নীতির বিরুদ্ধে একটি বার্তা যাবে।

১৮৩ Views
CATEGORIES
Share This

COMMENTS