বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করার আহ্বান

শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করার আহ্বান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনে দু’দেশের শিক্ষার্থীদের  শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো হবে।
এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।
আজ সচিবালয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎকালে এ কথা জানান।
উপদেষ্টার অফিস কক্ষে  সাক্ষাৎকালে  তারা দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।
এসময় চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত।
তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য  উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজীকরণেও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা  করেন।
শিক্ষা উপদেষ্টা চীনের বিশ্ববিদ্যালয় ও  শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং  পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে ‘লুবান কর্মশালা’-এর মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।

৩৬৬ Views
CATEGORIES
Share This

COMMENTS