বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্দোলনে শহীদ এমআইএসটির ২ শিক্ষার্থীর নামে অডিটরিয়াম ও মুক্ত মঞ্চের নামকরণ

আন্দোলনে শহীদ এমআইএসটির ২ শিক্ষার্থীর নামে অডিটরিয়াম ও মুক্ত মঞ্চের নামকরণ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) শহীদ দুই শিক্ষার্থী শাইখ আস্-হা-বুল ইয়ামিন ও মো. রাকিবুল হোসেনের নামে নবনির্মিত অডিটরিয়াম এবং মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে।
গত ১৮ জুলাই কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে এমআইএসটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তণ ছাত্র মো. রাকিবুল হোসেন নির্মমভাবে শহীদ হন।
শহীদ ছাত্রদ্বয়ের স্মৃতি রক্ষার্থে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্ত মঞ্চের নামকরণ করা হয়। এছাড়াও এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্ণার স্থাপন করা হয়েছে।
এসময় শহীদদের পিতা-মাতাসহ নিকট আত্মীয় এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সকল ডীন ও বিভাগীয় প্রধানসহ উর্দ্ধতন কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শহীদদ্বয়ের স্মৃতিচারণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

৪০৫ Views
CATEGORIES
Share This

COMMENTS