রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্রবন্দর রক্ষায় নৌবাহিনীকে সংযুক্ত করবে সরকার : নৌ-পরিবহন উপদেষ্টা

সমুদ্রবন্দর রক্ষায় নৌবাহিনীকে সংযুক্ত করবে সরকার : নৌ-পরিবহন উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সমুদ্রবন্দর রক্ষার কাজে নৌবাহিনীকে সংযুক্ত করবে সরকার।

তিনি আজ সকালে জেলার বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর – ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “পায়রা বন্দর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্বিতীয়বার পরিদর্শনে দেখেছি, খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন  হওয়ার পথে আছে। পায়রা বন্দরকে নিয়ে আমাদের দেশে সমুদ্রবন্দর হবে তিনটি । এই তিনটি সমুদ্রবন্দর রক্ষার কাজে আমরা নৌবাহিনীকে সংযুক্ত করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের তিনটি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দরসহ ছোট ছোট বন্দরগুলো নিয়ে পোর্ট স্ট্র্যাটেজি তৈরি করার কাজে আমরা নিয়োজিত আছি।”

এ সময় নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। দেশের সমুদ্র সীমা রক্ষার দায়িত্ব তোমাদের। ভবিষ্যতে তোমরাই দেশের সমুদ্র সীমানা রক্ষার পাশাপাশি গভীর সমুদ্রের নীল জলরাশি রক্ষা করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এম সাখাওয়াত হোসেন কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করার পাশাপাশি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন মো. গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় হয়েছেন মো. হাসিব হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন নাঈম গাজী।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি নবীন নাবিকদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Views
CATEGORIES
Share This

COMMENTS