
দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের সবপক্ষের প্রতিনিধি, তাদের সম্মানহানি কাম্য নয়: হাসনাত আবদুল্লাহ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (চট্টগ্রাম): দুই ছাত্র উপদেষ্টাকে সরকারে গণঅভ্যুত্থানের সবপক্ষের প্রতিনিধি উল্লেখ করে তাদের সম্মানহানি কাম্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘সরকারে যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের প্রতিনিধি হিসেবে আছেন, এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি করা না হয়। প্রতিনিয়ত তাদের যেভাবে এনসিপির সঙ্গে অ্যালাইন করা হচ্ছে, আমরা সে বিষয়ের নিন্দা জানিয়েছি।’
আজ রোববার (২৫ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক সফর কর্মসূচি শুরুর আগে নগরীর বিপ্লব উদ্যানের জমায়েতে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে। এ দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা স্পষ্টভাবেই জানিয়েছি, যে দুজন উপদেষ্টার পদত্যাগের কথা বলা হচ্ছে, তারা গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সব পক্ষের প্রতিনিধি হিসেবে এ সরকারে প্রতিনিধিত্ব করছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। তারা গণঅভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিনিধিত্ব করছেন। তাদের একটা দলীয় পরিচয়ে পরিচিত করানোর মধ্য দিয়ে তাদের যে ট্যাগ দেয়ার চেষ্টা হচ্ছে, সেটা কাম্য নয়। ’
জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভেদ মানে রাজনৈতিক দলের মধ্যে পলিসির জায়গা থেকে মতপার্থক্য থাকবেই। সংকটকালীন সময় যখন আসে, এই বিভেদটাই কাটিয়ে উঠে আমরা আবার ঐক্যবদ্ধ হই, এটাই আমাদের জাতীয় চরিত্র। তো সেই জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট উত্তরণের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘যখনই সংকট এসেছে, যখনই দেশি-বিদেশি কিংবা অভ্যন্তরীণ দেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছে, আমরা সামগ্রিকভাবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি, যাদের দীর্ঘদিনের লড়াই-সংগ্রাম রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবেই দেশ বিরোধী এবং বাইরের যে ষড়যন্ত্র রয়েছে, সেগুলো আমরা প্রতিহত করছি।’
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গতকাল আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার কথা বলেছি।’
তিনি বলেন, ‘এই সার্বিক বিষয়গুলোতে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে, জনআকাঙ্ক্ষার বিষয়টি জানার জন্যই আমরা এ কর্মসূচি শুরু করেছি। আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে শুরু করেছি, সারা বাংলাদেশে এনসিপির পক্ষ থেকে এই মানুষের কাছে যাওয়া অব্যাহত থাকবে।’
‘বিচার, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমার দল কী ভাবছে, সেটা মানুষকে জানানো এবং মানুষের চিন্তাগুলো আমরা জানব, কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা প্রকাশ করছি।’
সাংগঠনিক সফরে হাসনাত আবদুল্লাহ’র সঙ্গে আছেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন।
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইংয়ের মুখপাত্র আরফাত আহমেদ রনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়া কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ। বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি, ফুলতলে পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারা। এসব পথসভায় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
৪ Views