রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে ডেভিল হ্যান্ট অভিযানে গ্রেফতার ৪ আওয়ামীলীগ নেতা-কর্মী

বিরামপুরে ডেভিল হ্যান্ট অভিযানে গ্রেফতার ৪ আওয়ামীলীগ নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার : বিরামপুর থানা পুলিশ ডেভিল হ্যান্ট বিশেষ অভিযান চালিয়ে মুকুন্দপুর ও পলিপ্রয়াগপুর আওয়ামীলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করে ২৪ মে (শনিবার) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
সুত্র জানিয়েছে, বিরামপুর থানা পুলিশ ২৪ মে শনিবার রাত্রি সাড়ে ১২টায় ডেভিল হ্যান্ট আটকে বিশেষ অভিযানে নামেন। এসময় ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামীলীগ কর্মী জাকিরুল ইসলাম (৪৮) এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনঞ্জুর  ইসলামকে (৬০) আটক করেছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পূর্বের মামলায় সংশ্লিষ্টতায় গ্রেফতার দেখিয়ে আসামীদের ২৪ মে (শনিবার) দুপুরে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

৯১ Views
CATEGORIES
Share This