প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ২:০২ অপরাহ্ণ
ইশরাকের মেয়র পদ নিয়ে রিট খারিজের আদেশ প্রকাশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিট পিটিশন খারিজের আদেশ প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭ পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, রিট পিটিশনটি সরাসরি খারিজ করা হলো। আদেশে বলা হয়, এই রিটের পিটিশনারের মামলা দায়েরে আইন অধিকার না থাকায় মামলাটি মেইনটেনেবল নয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। রায় পাওয়ার পর গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এদিকে গেজেট প্রকাশের পর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। পরে মামুনুর রশিদ হাইকোর্টে রিটটি দায়ের করেন। শুনানি শেষে এ রিট সরাসরি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.