প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
বিএনপির নির্বাচন জয়ে ঐক্যের বিকল্প নেই : বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ

মো: মশফিকুর রহমান, বিশেষ প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে দলীয় নেতা কর্মীদের ঐক্যমতের কোন বিকল্প নাই। ২৩ মে (শুক্রবার) নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচন মুখি সার্বিক প্রস্তুতি গ্রহন করার লক্ষ্যে নবাবগঞ্জ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী মাঠ পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ এ কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় কর্মী সমাবেশ হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, আইনজীবি নেতা এ্যাডভোকেট আব্দুল হালীম, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে , সাবেক উপজেলা চেয়ারম্যান মোকবুলার রহমান গোর্কি, উপজেলা স্বেচ্ছাসেবক দলেরআহ্ববায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মোক্তাদির হোসেন বকুল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.