প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ণ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল থেকে ৩ জুন পর্যন্ত সারাদেশব্যাপী সর্বসাধারণের কাছে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে।
৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাকে পণ্য বিক্রয় হবে।
ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।
পাশাপাশি নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.