প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
বিরামপুরে অতিবৃষ্টিতেও কাটলা মেধা বিকাশ স্কুলের শিক্ষার্থীদের বৃষ্টি জয় !

স্টাফ রিপোর্টার : বিরামপুরে গত ৫দিনে লাগাতার বৃষ্টির কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি ছিল খুবই কম। সেক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা গেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটলা মেধা বিকাশ স্কুলের শিক্ষার্থীদের মাঝে। ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৪ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থীরা এই উপস্থিতিকে বৃষ্টি জয়ের সাথে তুলনা করেছেন। ২০ মে মঙ্গলবার বেলা ১২টায় সরজমিনে বিদ্যালয়টি উপস্থিত হলে এ চিত্র দেখা যায়।
বিদ্যালয়টির পরিচালক মাহবুর রহমান জানান, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও সকল শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রাখায় বিরূপ আবহাওয়াতেও কখনও পাঠদান ব্যাহত হয়নি।
সিনিয়র সহকারী শিক্ষক (বিজ্ঞান) আ: লতিফ স্যার জানান, দক্ষ পরিচালনা পর্ষদ ও সচেতন অভিভাবকগন আন্তরিকতার কারনে শিক্ষক-শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান ও জ্ঞান অর্জনে ভুমিকা রেখে চলছে। অতিবৃষ্টি বা বিরূপ আবহাওয়া কখনই প্রতিষ্ঠানে কার্যক্রমকে ব্যাহত করতে পারেনি।
৪র্থ শ্রেণীর শিক্ষার্থী তাহিয়াতুল মারিয়া ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী সুমনার কাছে অতিবৃষ্টিতেও উপস্থিতির অনুভতি জানতে চাইলে, তার আনন্দের সাথে জানান এটি তাদের কাছে বৃষ্টি জয়। তারা আরও বলেন, দক্ষ পরিচালনার কারনে শিক্ষকগনের পাঠদান অত্যন্ত আন্তরিক। তাই শারিরিক বা পারিবারিক অনুষ্ঠানাদির কারনে সীমিত শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
এলাকার শিক্ষানুরাগি শামসুল ইসলাম জানান, শিক্ষার মানউন্নয়নে কাটলা মেধা বিকাশ স্কুল নানা ধরনের জ্ঞানভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রতিষ্ঠানটিতে বিরূপ আবহাওয়াতেও শিক্ষা উপস্থিত ব্যাপক। প্রতিষ্ঠানটির সুনাম এখন গ্রাম থেকে শহরেও ব্যাপ্তি ঘটেছে।
দিনাজপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, গত ১৬ মে ২০ মে(আজ) বেলা ১২ টা পর্যন্ত ১৬৪ মিলিমিটার বৃষ্টি রের্কড করা হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.