বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“অপসাংবাদিকতা রোধে ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরি : বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

“অপসাংবাদিকতা রোধে ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরি : বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। এই মর্যাদা ধরে রাখতে হলে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। অধিকাংশ সাংবাদিক তা মেনে চললেও, কিছু অপসাংবাদিকের কারণে অর্জন ব্যাহত হচ্ছে।”
তিনি বলেন, “এই সমস্যা রাজনৈতিক বিভাজনের ফল। রাজনীতি করা যেতে পারে, কিন্তু সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত হওয়া উচিত নয়। পাশাপাশি, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, ডাটাবেজ এবং সার্টিফিকেশন ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে ভূইফোড় ও অপসাংবাদিকতা চিহ্নিত করা সহজ হবে।”
মঙ্গলবার (২০ মে) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন। আশাকরি এটি দ্রুত বাস্তবায়ন হবে।”
দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, সহ-সভাপতি এসএম রাজ এবং সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।
জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, “গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

৪৫ Views
CATEGORIES
Share This