প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো এলএনজি এবং ৭০ হাজার মেট্রিক টন সার ক্রয়ে পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে প্রায় ৫৮৬ কোটি ৪৬ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩২৪ কোটি ৫২ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৬৫ মার্কিন ডলার।
আরেকটি প্রস্তাবে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের জন্য কাফকো ১৫২ কোটি ৭১ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৪১৭ দশমিক ২৫ মার্কিন ডলার।
আজকের ক্রয় কমিটির সভায় রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের পৃথক প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.