মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করার এখনই সময় : বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ

রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করার এখনই সময় : বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ

মোঃ মোশফিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:   রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করার এখনই সময় এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ । ১৯ মে (সোমবার) বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিরামপুর শালবাগান রোডস্থ কেএস,কমিউনিটি সেন্টারে দিনব্যাপী মাঠ পর্যায়ে বিএনপি’র নেতৃবৃন্দদের নিয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন।

বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে কর্মী সমাবেশ হয়েছে।এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরি রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল,  বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন  আরও বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপির নেতা কর্মীরা পতিত স্বৈরাচার সরকারের দ্বারা নির্যাতিত, গুম খুন মিথ্যা মামলা পাহাড় সম নির্যাতন মাথায় নিয়ে জনপ্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি দলটিকে টিকে রেখেছে। যারা দুর্দিনে দলকে সুসংগঠিত করে আজও রাজপথে আছে লড়াই সংগ্রাম করে চলছে তাদেরকেই মূল্যায়ন করার সময় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে পথ চলতে হবে।

বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনী মুখী প্রস্তুতি গ্রহণ করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। দল-মত নির্বিশেষে সবাইকে একত্র হয়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

৩১ Views
CATEGORIES
Share This