মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মে’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে ( সোমবার) বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহবায়ক শাহ আলম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, আনসার ভিডিপি তাহেরা খাতুন, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, বিএম কলেজের অধ্যক্ষদ্বয় রেজাউল করিম সেলিম ও জিয়াউল করিম, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিজিবি প্রতিনিধি প্রমুখ।
সভায় বক্তারা মাদক প্রতিরোধ, কিশোর বাইকারের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয় সভায়। সভায় বর্তমান পরিস্থিতিতে বিরামপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে কোন নাগরিক যাতে অনুপ্রবেশ না করতে পারে সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সীমান্ত লাগোয়া ৩ টি ইউনিয়ন পরিষদের অধিনে গ্রাম পুলিশদের সতর্ক প্রহারার ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়। বিরামপুর ঢাকামোড়ে অবাধে বাস থামিয়ে কৃত্রিম যানযটরোধে জেলা মোটর মালিক সমিতির বিরামপুরের দায়িত্বপ্রাপ্ত চেইনমাস্টারদের নিয়ে মতবিনিময় করার প্রস্তাব দেয়া হয়।

৪২ Views
CATEGORIES
Share This