প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
নবাবগঞ্জে ৭০০শ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয় ৭০০শ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ জামাল হোসেন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ মে (শুক্রবার) আটক জামাল হোসেনকে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
১৫ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রত্নাদিঘী গ্রামে অভিযান চালিয়ে আনছার আলীর ছেলে জামাল হোসেনকে নিজ বাড়ির সামনে থেকে পুলিশ আটক করে। এ সময় তার কাছে থাকা ৭০০শ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে।
দিনাজপুরের পুলিশ সুপার মো: মারুফাত হুসাইনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নির্দেশনা বাস্তবায়নে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান- কোন মাদক ব্যবসায়ীর ঠাই দিনাজপুরে হবে না, এসপি স্যারের নির্দেশনা বাস্তবায়নে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.