বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন আলু

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন আলু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (পঞ্চগড়): পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

গতকাল দিবাগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড, স্বাধীন এন্টারপ্রাইজ, ক্যারজ অ্যাগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান অ্যাগ্রো ফার্ম আলুগুলো রপ্তানি করে। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মে. টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।

উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে আলু সংগ্রহ করে বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় মানোত্তীর্ণ হলে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়।

Views
CATEGORIES
Share This

COMMENTS