প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দুইদিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসবের বর্ণিল উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর থেকে : দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী (১৪-১৫ মে-২০২৫) সাইন্স এন্ড ইনোভেশন ফেয়ার-২০২৫ এবং ফুড ফেসটিভাল-২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
মেলা চলবে দুইদিনব্যাপী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আল আব্দুলাহ বলেন সুন্দর ও সুখী বাংলাদেশ গঠনে ছাত্র ছাত্রীদের অবদান অনস্বীকার্য। তিনি বিজ্ঞান প্রযুক্তির প্রসারে দিনাজপুর সরকারি কলেজের ছাত্রছাত্রী আরও উদ্ভাবন করার জন্য উৎসাহিত করেন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যাক্ষ প্রফেসর ড.মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছাত্রীদের এগিয়ে যাওয়ার আহবান জানান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। সঞ্চালনায় ছিলেন মেলা উদযাপন কমিটির সদস্য ড. মোঃ বাবুল হোসেন। উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব মেলা কমিটির আহবায়ক বিশ্বজিৎ দাস এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ মোবারক আলী, ছাত্র সংগঠনের সক্রিয়সদস্য মোহাম্মদ আলী ও সুজন।
সকালে কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে, বেলুন -ফেস্টুন ও শান্তির পায়রা (কবুতর) উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.