
ঈদে আনন্দে বাড়ি ফেরা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা আসিফ মাহমুদ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদ-উল-ফিতরের মতো আসছে ঈদ-উল-আযহায়ও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ।
তিনি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন,
‘ঈদে রেলপথে যাত্রীদের চাপ সামলাতে বগি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।’
তিনি বলেন, ‘ঈদ যাতায়াত সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে অন্তর্বর্তী সরকার। ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, ছিনতাই সহ নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের যাবতীয় ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’
৫ Views