
দিনাজপুরে বিশ্ব মা দিবস সম্মাননা-২০২৫ স্মারক পেলেন : বলিষ্ঠ নারী নেত্রী কানিজ রহমান

কাশী কুমার দাস, দিনাজপুর থেকে : “বিশ্বের সকল মা ভালো থাকুক” এই কামনায় বিশ্ব মা দিবস উপলক্ষে এবার দিনাজপুরের “একাত্তরের আলো জ্বলছে লাইব্রেরী” বিশ্ব মা দিবস সম্মাননা-২০২৫ প্রদান করেছে বিশিষ্ট নারী নেত্রী, নারীর ক্ষমতায়নে, নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বলিষ্ঠ কন্ঠস্বর বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমানকে।
কানিজ রহমান সংগ্রমী একজন নারী। যার জন্ম হয়েছিল ১৯৫৯ সালের ২২ই মার্চ। ১৯৮৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একজন রক্ষণশীল নারী পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও ১৯৮০ সালে বিয়ের পর জীবনের নতুন মোড় নেয়। বাম ঘরনার একজন প্রগতিশীল চিন্তার স্বামীর সহচার্যে এসে তিনি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। এই
চেতনার বীজ থেকেই তিনি যুক্ত হন বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে। ১৯৮০ সালে সদস্য পদ লাভের মাধ্যমে শুরু হয় তার এই যাত্রা। পরবর্তীতে তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে এগুতে থাকেন সংগ্রামী চলার পথ। সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সাধারন সম্পাদক, দুইবার সভাপতি, একই সাথে কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি এবং রংপুর বিভাগের বিভাগীয় সংগঠকের দায়িত্ব পালন করেন।
নারীর অধিকার, ক্ষমতায়ন ও সামগ্রীক উন্নয়নের সংগ্রামে কানিজ রহমান আজও বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন। কানিজ রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সর্বক্ষেত্রে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেলেও নারীরা এখনও সুরক্ষিত নয়। এখনও তারা সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে নিরাপদ নয়। নারীদের সুরক্ষিত রাখতে যেমন রাষ্ট্রের নৈতিক কর্তব্য ঠিক তেমনই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে পুরুষদের একসাথে কাজ করতে হবে।
৬ Views