সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে আন্ত:নগর বাংলাবান্ধা ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, শিশু সন্তান হাসপাতালে !

বিরামপুরে আন্ত:নগর বাংলাবান্ধা ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, শিশু সন্তান হাসপাতালে !

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুরে আন্ত:নগর বাংলাবান্ধা ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী শিশু পুত্র আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ১১ মে (রবিবার) দুপুরে বিরামপুর শহরের ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন বিরামপুর শশুর বাড়ীতে থাকতেন। পার্বতীপুর জিআরপি থানার এস আই মোহাম্মদ তাজুল ইসলাম জানান, লাশ হেফাজতে নেয়া হয়। আপত্তি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছেন।
পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর বাংলাবান্ধা ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাবার সময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় নিহত তালিম ট্রেনে ধাক্কা লেগে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তানটি আহত হয়।

৭২ Views
CATEGORIES
Share This