সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে একই দিনে পৃথক স্থানে বিদ্যুৎ স্পষ্টে ২ জনের মৃত্যু !

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের নবাবগঞ্জে একইদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু হয়েছে। ১১ মে (রবিরার) সকাল ৯টায় কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাদাম বিক্রেতার বিদ্যুৎস্পষ্টে মৃত্যু হয়েছে। একই দিন দুপুরে উপজেলার খটখটিয়া কৃষ্ণপুরে গোয়াল ঘরে ফ্যানের তারের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে আমিচুল ইসলাম (৩২) নামের এক জন নিহত হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে ১১ মে (রোববার) সকাল ৯টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারে। সে বিরামপুর উপজেলার সাগাইহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ৭/৮ বছর ধরে কুশদহ ইউনিয়নের শিবপুর (ঘোনাপাড়া) গ্রামে বিবাহসূত্রে বসবাস করে আসছিল। নবাবগঞ্জ থানার এসআই মাহমুদুর রহমান জানান, বাদাম বিক্রেতা বাচ্চু মিয়া ফেরী করে বাদাম বিক্রি করতো। ঘটনার সময় সে বাজারের মা-বাবা বস্ত্রালয় নামে একটি বন্ধ দোকানের সাটারের সাথে হেলান দিয়ে বাদাম বাছাই করছিল। দোকানের সাটার বিদ্যুতায়িত হয়ে থাকায় সে বিদ্যুতস্পর্শে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আমিচুল ইসলাম(৩২) উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকার মৃত্যু আজিজুর রহমানের ছেলে। খটখটিয়া কৃষ্ণপুরে ঘটনায় পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে রবিবার বিদ্যুৎ এর সুইচ অন রেখে বাড়ীর ভেতরে গোয়াল ঘরে ফ্যানের তার লাগাতে যায় আনিচুর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতে তার প্যাঁচ লেগে গোয়াল ঘরের মেঝেতে পড়ে যায়। এর কিছুক্ষণপর অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

১৪ Views
CATEGORIES
Share This