প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
বিরামপুরে পালিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫

স্টাফরিপোর্টার : “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পালিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা।
১০ মে (শনিবার) দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাম মর্তুজা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি নুর উদ্দিন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.