বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হজের উদ্দেশে আজ ২,২৪৮ জনের সৌদি আরব যাত্রা

হজের উদ্দেশে আজ ২,২৪৮ জনের সৌদি আরব যাত্রা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): হজের উদ্দেশে আজ বুধবার হাজার ২৪৮ জন সৌদি আরব যাত্রা করেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রওনা হয়েছেন হাজার ৪৪৬ জন এবং সৌদি এয়ারলাইন্সে ৮০২ জন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্মসচিব) মোলোকমান হোসেন তথ্য জানান

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এর আগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের উদ্বোধন হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হজযাত্রীদের দুর্ভোগ লাঘব এবং উন্নত সেবা দিতে হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স সমানভাবে ৫০ শতাংশ করে যাত্রী বহন করবে (৪৩ হাজার ৫৫০ জন করে) ছাড়া ফ্লাইন্যাস এয়ারলাইন্স ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। ফ্লাইট শিডিউল অনুযায়ী মদিনায় যাবে ২০ শতাংশ এবং মক্কায় যাবে ৮০ শতাংশ হজযাত্রী

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৯৪১টি হজ এজেন্সি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ এর খরচ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ এর খরচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা

Views
CATEGORIES
Share This

COMMENTS