
দিনাজপুরে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি কর্মসুচী পালন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে কর্মবিরতি কর্মসুচী পালন করেছে দিনাজপুর বিচার বিভাগের কর্মচারীরা।
৫ মে ২০২৫ সোমবার বিচার কার্যক্রম শুরু হওয়ার সময় বিচার বিভাগীয় কর্মচারী হাতে ব্যানার ফ্যাষ্টুন নিয়ে কোর্টে সামনে কর্মবিরতী কর্মসুচী পালন করেন। কোটর সামনে দলবদ্ধ হয়ে তারা তাদের বিভিন্ন দাবী ব্যানার ফ্যাষ্টুনে লিখা এবংব বক্তব্যে তুলে ধরেন।
“সেগুলো হলো” বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগনকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম -৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিক্তিকে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী তুলে ধরেন। এসময় দাবী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি সেরেস্তাদার মোঃ মোকছেদুল আলম। সাধারণ সম্পাদক সেরেস্তাদার মোঃ আবজাল হোসেন,জেলা জজ আদালত নাজির মোঃ তোফায়েল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নাজির মোঃ রমজান আলী।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজের নায়েব নাজির মোঃ শাহিন,প্রসেস সার্ভার মোঃ শাকিল ইসলাম,মুজাহিদুল,সুমন রানাসহ কর্মচারীবৃন্দ।
৫ Views