
৩ মে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বিজিজেএর কেন্দ্রীয় আয়োজন বিরামপুরে !

স্টাফ রিপোর্টার : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজিজেএ) বর্ণাঢ্য শোভাযাত্রা ,সেমিনার, মুক্ত আলোচনা ও মিলনমেলার আয়োজন প্রস্তুতি সম্পন্ন করেছেন। ৩ মে শনিবার সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর দিনাজপুরের বিরামপুরের ঢাকা মোড় মওলা সুপার মার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সকাল ১১ টায় চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে দিবসের প্রতিপাদ্য “সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গনমাধ্যমের স্বাধীনতার উপর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠাতা এ্যাড. মোরশেদ মানিক। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত জাতীয় পর্যায়ের গনমাধ্যমের প্রতিনিধিগন অংশ নিবেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এ্যাড. মোরশেদ মানিক এক বার্তায় জানিয়েছেন বিনামূল্যে সংগঠনের সদস্য নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মুক্ত গনমাধ্যম দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহী অন্তত গ্রাজুয়েট পাশ সাংবাদিক ভাই-বোনদের ২ মে শুক্রবারের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে আসন সংরক্ষনের জন্য ওয়েব সাইট: bgja.org ই-মেইল: bgj.association@gmail.com মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করে অংশ নিতে পারবেন।
১৯ Views
CATEGORIES Uncategorizedঅর্থনীতিআন্তর্জাতিকএনজিও সংবাদখুলনাখেলাধুলাচট্টগ্রামজাতীয়ঢাকাতথ্য-প্রযুক্তিবরিশালবিনোদনময়মনসিংহরংপুররাজনীতিরাজশাহীলাইফস্টাইলসারাদেশসিলেট