
বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধে কিশোর বাইকারদের অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ!

স্টাফ রিপোর্টার : বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধে কিশোর বাইকারদের অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে বিরামপুর নানান শ্রেণী- পেশার মানুষ। বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল’২৫ মাসিক সভায় বক্তরা প্রশাসনের নিকট এমনটা কার্যকর করার তাগিদ দিয়েছেন। সভায় বক্তারা মাদক প্রতিরোধ সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দেন। বিজিবি প্রতিনিধি তাদের কর্ম এলাকার চলাচলের প্রায় অযোগ্য রাস্তাগুলো সংস্কারের প্রতি আলোকপাত করেন।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আবুল কালাম ও আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি এ্যাড: মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আবদুল আউয়াল, অফিসার শমসের আলী, বিরামপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোশাররত জাহান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,উপজেলা স্কাউটস সেক্রেটারী মিজ্জাপুর উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিজিবি ও ফায়ার সার্ভিস প্রতিনিধি ।
২৬ Views