প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স : পরিবেশ উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তিনি আরো বলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের সীমানা নির্ধারণের কাজ চলছে। জেলা প্রশাসন ও পুলিশকে এই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব জায়গায় বালু উত্তোলন হয়, সেখানে এমন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ ঢুকতে বা বেরোতে না পারে।
তিনি আজ চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বন বিভাগের চট্টগ্রাম সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অচিরেই একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। সীমানা নির্ধারণের পর বিদ্যমান বন রক্ষায় জোর দেয়া হবে। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। মানুষের দুর্ভোগ না বাড়িয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.