
বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ কৃষক

স্টাফ রিপোর্টার : বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৩৬ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিনামূল্যে বিতরণ করেছে কৃষি বিভাগ। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত ) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিনে এ কর্মসুচী বাস্তবায়ন হচ্ছে।
২১ এপ্রিল (সোমবার) বিকেল ৩টায় বিরামপুর উপজেলার কৃষি অফিসারের কার্যালয়ের সামনে ৩৬ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ সমূহ বিনামূল্যে বিতরণ করেছে। উপজেলার ৩৬ জন কৃষকের মাঝে জৈব সার ২৫ কেজি, ফলের চারা ৬ টি, নেট সহ ৩ মৌসুমের ২২ প্রকারের সবজী বীজ বিতরন করেছেন।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকেরা।
এসময় বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক ইব্রাহিম মঞ্জিল, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানিয়েছেন, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে ১০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। যা অব্যাহত রয়েছে।
১২ Views