বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে বর্ষ বরন অনুষ্ঠানে পান্তা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩ সরকারী কর্মচারী : হামলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা !

বিরামপুরে বর্ষ বরন অনুষ্ঠানে পান্তা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩ সরকারী কর্মচারী : হামলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা !

স্টাফ রিপোর্টার :  বিরামপুরে বর্ষ বরন অনুষ্ঠানে পান্তা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩ সরকারী কর্মচারী; হামলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের পৌরশাখার সদস্য সচিব আরিফুর রহমান রাসেল। ১৪ এপ্রিল (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ এলাকায় বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে পান্তা খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ঘটনার সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুজহাত তাসনীম আওন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল সহ দলীয় নেতা-কমী, সরকারী কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ৩ সরকারী কর্মচারী আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন । আহতরা হলেন, উপজেলা পরিষদের অফিস সহায়ক এমদাদুল হক, আবু হোসেন, ইউএনও কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম ওরফে রনি। এদের মধ্যে এমদাদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিরামপুর উপজেলা নিবার্হী অফিসার ইউএনও নুজহাত তাসনীম আওন (সন্ধ্যা সাড়ে ৭টায়) পজিটিভ বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
জানাগেছে, বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ অনুষ্ঠান উপজেলা পরিষদের ভেতর মুক্তমঞ্চে চলছিল। অনুষ্ঠানের ফাঁকে উপজেলা পরিষদ ও ইউএনও কয়েকজন কর্মচারী আমন্ত্রিত অতিথিদের জন্য পান্তা,মাছ,ভর্তা ও পানি বিতরন করছিলেন।
জানতে চাইলে ইউএনওর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম ওরফে রনি বলেন, আজকে সুন্দর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। এর ফাঁকে অতিথিদের জন্য পান্তা উৎসব শুরু করার জন্য আমরা কয়েকজন নিয়োজিত ছিলাম। আমাদের কাজের ফাঁকে বিএনপির পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল নিজেই খাবার নিতে শুরু করে। আমরা বাঁধা দিলে তারা আমাদের পিটিয়ে আহত করে।
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল বলেন, আমি রাগ নিয়ন্ত্রন করতে পারিনি। একটা চড় মেরেছী। খাবার বিতরণের অনিয়ম ও সিনিয়র নেতাদের অপমান করায় এমনটি হয়েছে। তবে ঘটনাটি অনাকাঙ্খিত।

৫১ Views
CATEGORIES
Share This