প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে দুর্র্ধষ ডাকাতদলের অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুর্র্ধষ ডাকাতদল করিম শরীফ বাহিনী কর্তৃক অপহরণকৃত ৬ জন নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সুন্দরবনের দুর্র্ধষ ডাকাতদল করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তখন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে বনের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তী সময়ে উক্ত এলাকা হতে অপহরণকৃত ১৬টি নৌকাসহ ৬ জন নারী ও ৩৩ জন জেলেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত (০৯ এপ্রিল) সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের যান। এসময় ডাকাতদল করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট হতে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে জানা যায়, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্ট গার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণের শিকার ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া এ সব জেলে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গহিনে গিয়েছিলেন। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
বুধবার রাতে উদ্ধার করা জেলেদের কোস্ট গার্ডের কয়রা স্টেশন এনে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। তারা খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪ ঘণ্টাব্যাপী টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকা সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.