প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
ফুলবাড়ীতে প্রাণী সম্পদ বিভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ বাতিল

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে জেনেস্টিক কোম্পানির অনিয়মের কারনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ বাতিল। ফুলবাড়ী উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রাণী সম্পদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ ও সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বকনা গরু বিতরণ এর আয়োজন করেন। ফুলবাড়ী উপজেলার ০৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই বকনা গরু বিতরণ করার কথা ছিল। কিন্তু জেনেস্টি কোম্পানি প্রতিটি গরুর ১০০ কেজি ওজন হওয়ার কথা থাকলেও প্রতিটি গরুর ওজন ৫০ থেকে ৬০ কেজি। এ কারণে বকনা গরু বিতরণ কার্যক্রম বাতিল হয়ে যায়। ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী গরু বিতরণে অনিয়ম থাকায় অনুষ্ঠানে ঘোষনা দিয়ে গরু বিতরণ বাতিল করে দেন। এ বিষয়ে দিনাজপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান গরু ওজন করে সঠিক মাপ না থাকায় কোম্পানিকে গরু ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ সারোয়ার হাসান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওজনে কম নিবে না এবং জেনেস্টি কোম্পানি বকনা গরু সরবরাহে অনিয়ম করেছে এ জন্য আমরা সকল বকনা গরু ফেরত দিয়েছি। কিছু সমস্যার কারণে বিতরণ বন্ধ রাখা হয়েছে।
শিবনগর ইউপির হেমরোম টুডু, রিপন টুডু, কমল কিস্কু সহ আরও অনেকে জানান, সরকার যেহেতু কোম্পানিকে ১০০ কেজি ওজনের বকনা গরুর টাকা দিয়েছে সে ক্ষেত্রে গরুর ওজন কম নেওয়া সম্ভব না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ ফারুক জানান, যেহেতু কোম্পানি এ সব গরু কিনেছেন সরবরাহের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তা কে বুঝিয়ে দেই এর বেশি আমরা কিছু জানি না।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.