শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে জামাইয়ের দেওয়া আগুনে শ্বাশুড়ি ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন !

বিরামপুরে জামাইয়ের দেওয়া আগুনে শ্বাশুড়ি ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন !

স্টাফ রিপোর্টার : বিরামপুর পৌর শহরে জামাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শ্বাশুড়ি বুলি বেগম ঘটনার ৬দিন পর মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তুচ্ছ কারণে শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত ছিল। গত ২ এপ্রিল (বুধবার) সকালে জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শ্বাশুড়ি বুলি বেগমের (৫৫) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলি বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে গেছে। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ণ ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুলি বেগমের মৃত্যু ঘটেছে। ২ এপ্রিল ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে এবং জামাই মেহেদুলকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

৮৫ Views
CATEGORIES
Share This