প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
বিরামপুরে কাটলা মেধাবিকাশ স্কুলের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা মেধাবিকাশ স্কুলের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও ডি.কে.জিএ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে।
৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১২ টায় কাটলা মেধাবিকাশ স্কুল চত্বরে মোঃ আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
বিদায়ী এস.এস.সি পরীক্ষার্থী ও ডি.কে.জিএ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে কাটলা মেধাবিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ মাহাবুর রহমান প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়দ্বয়কে সম্মামনা স্মারক প্রদান করেন। তিনি স্বাগত বক্তব্যে বিদায়ী এস.এস.সি পরীক্ষার্থীদের প্রতি উপস্থিত সকল অভিভাবক ও অতিথিবৃন্দের নিকট থেকে দো'য়া কামনা করে সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে পড়ালেখায় মনোযোগী হয়ে ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
কাটলা মেধাবিকাশ স্কুলের শিক্ষক ও ছাত্র- ছাত্রীবৃন্দ আয়োজিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও ডি.কে.জিএ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, কাটলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, কাটলা দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, সাবেক ব্যাংকার অছির উদ্দিন, রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, কাটলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাগরিব বীন আফাজ, কাটলা বণিক কমিটির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, কাটলা হলি চাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ ছায়েদ আলি সরকার, তরুন সমাজ সেবক ইমরুল কায়েস প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সার্বক্ষনিক খেয়াল রাখুন। শিক্ষার্থীরা যাতে মাদক থেকে দূরে থাকে এবং পড়াশুনার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকে এ বিষয়ে সন্তানদের প্রতি নজর রাখবেন। বক্তব্য শেষে তিনি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স, স্যানিটেরী নেপটিনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.