শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): আওয়ামী লীগের সাবেক এমপি ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান . মোহাম্মদ আব্দুল মোমেন

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চানক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিষয়ে দুদকের পদক্ষেপ কী?

জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। এটি এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে।

২০১৮ সালে সাকিব আল হাসানকে রাষ্ট্রের দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক চুক্তিতে একটি তথ্যচিত্রে কাজ করেন তিনি। দুদকের হটলাইন নম্বর ১০৬ উদ্বোধন  উপলক্ষে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছিল

বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দেয় দুদক

সংবাদ সম্মেলনে দুদকের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন

৩১ Views
CATEGORIES
Share This

COMMENTS