
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ; গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে বিজিযেএ

স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে বলেছে গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশনের এই সুপারিশকে সাধুবাদ জানিয়েছেন; বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজিযেএ)। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক মোরশেদ মানিক এক বার্তায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।
সাংবাদিক মোরশেদ মানিক বাংলাদেশের সকল গ্রাজুয়েট সাংবাদিক ভাই-বোনদের বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজিযেএ) এর ওয়েব সাইডে প্রবেশ করে নীতিমালা অনুসরন করে বিনামূল্যে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছেন।
৫০ Views
CATEGORIES বরিশালঅর্থনীতিএনজিও সংবাদচট্টগ্রামজাতীয়ঢাকাতথ্য-প্রযুক্তিবিনোদনময়মনসিংহরংপুররাজশাহীসারাদেশসিলেট