শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদ সম্পর্কে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষের বিবৃতি

প্রকাশিত সংবাদ সম্পর্কে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষের বিবৃতি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষের বিবৃতি দিয়েছে

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঞা এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম অন্যান্য পরিষেবা প্রদান সংক্রান্ত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কিত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, ‘ ধরণের সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সাংবাদিক মিডিয়া হাউসের উচিৎ ছিলো হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সেটা না করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনো সত্যতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, ‘মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার সুনাম ক্ষুন্ন করার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভবিষ্যতে ধরণের সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যম বিরত থাকবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়

Views
CATEGORIES
Share This

COMMENTS