শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (জয়পুরহাট): জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্রদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আঃ ওহাব, সাবেক ভিপি ও সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, সাবেক ভিপি ও জিএস জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক প্রোভিপি মামুনুর রশিদ, সাবেক এজিএস ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, ছাত্রনেতা ডালিম, সাকিল হোসেন প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জেলার সব ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার  আহবান জানান।

Views
CATEGORIES
Share This

COMMENTS