
শাইখ স্পোর্টস বিপিএল সিজন -৮; বিরামপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

ক্রীড়া রিপোর্টার : শাইখ স্পোর্টস বিপিএল সিজন -৮; বিরামপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন হয়েছে ২ এপ্রিল সকাল ১১ টায় বড়মাঠে। টুর্নামেন্ট কমিটির মোঃ মোজাফ্ফর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো: শফিকুল ইসলাম মামুন। ভাস্যকার শামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মুশফিকুর রহমান লিটন, শাইখ স্পোর্টস পরিচালক নাছির উদ্দিন খন্দকার লিটন, প্রবীন সমাজকর্মী এ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ অদ্বেত্য কুমার ঘোষ, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল, বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশফিকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিয়া মো: শিরন আলম, উপজেলা ক্রীড়া সংস্থার রবিউল ইসলাম মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর , টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল স্পন্সার চাংপাই চাইনিজের মোরশেদ মানিক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি বাদশা নাজ্জাশী ও তন্ময়, টিম মালিক ও ম্যানেজমেন্ট সহ খেলোয়াড় এবং ক্রীড়ামোদি গন উপস্থিত ছিলেন।
টুর্নামের্ন্টের উদ্বোধনী খেলা হিরোস অফ এইচ.এস.কে বনাম আয়াশ ওয়ারির্স মধ্যে এবং থ্রীস্টার এন্ড সোনালী স্বপ্ন ফাইর্টাস বনাম তারেক চৌধূরী স্মৃতি সংঘের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। খেলাদুটি স্পোর্টস সরাসরি সম্প্রচার করেছে।
৪৩ Views